ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত দোহার একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ৯ সেপ্টেম্বর, দোহা
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত দোহার একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ৯ সেপ্টেম্বর, দোহা

৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরায়েল

ইসরায়েল গত ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কাতারসহ ৬টি দেশে হামলা চালিয়েছে। কাতারে হামাসের বৈঠকস্থলে হামলায় ৬ জন নিহত হন। গাজায় হামলায় ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ৫৪০ জনের বেশি আহত হয়েছেন। লেবানন, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৪,৬৫৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪০৪ জন অনাহারে মারা গেছেন।