Thank you for trying Sticky AMP!!

একসঙ্গে ৯ সন্তানের জন্ম

সদ্যোজাত শিশু

পশ্চিম আফ্রিকার দেশ মালির এক নারী একসঙ্গে নয় সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি এই সন্তানদের জন্ম দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মালির ওই নারীর নাম হালিমা চিসে। তাঁর বয়স ২৫ বছর।

হালিমা মরক্কোয় একটি হাসপাতালে নয় সন্তান জন্ম দেন। তাঁর নয় সন্তানের মধ্যে পাঁচটি মেয়ে। আর চারটি ছেলে।

হালিমা গর্ভধারণের পর মালিতে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর গর্ভে সাতটি সন্তান রয়েছে।

একসঙ্গে সাতটি সন্তান গর্ভধারণের খবর প্রচার হলে বিষয়টি মালিতে আলোচনার জন্ম দেয়। এমনকি এই খবর দেশটির নেতাদেরও নজরে আসে।

গত মার্চ মাসে মালির চিকিৎসকেরা জানান, হালিমার গর্ভে একাধিক সন্তান থাকায় তাঁর বিশেষায়িত সেবা দরকার। তারপর তাঁকে উন্নত সেবার জন্য দেশটির কর্তৃপক্ষ মরক্কোতে পাঠায়।

মরক্কোতেও হালিমার আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায়, তাঁর গর্ভে সাত সন্তান।

গতকাল মরক্কোতে হালিমার সিজার হয়। সিজারের মাধ্যমে তিনি নয় সন্তানের জন্ম দেন।

খবরে বলা হয়, আল্ট্রাসনোগ্রামে সাত সন্তান দেখালেও অন্য দুই সন্তান দেখায়নি। একসঙ্গে নয় সন্তান জন্মদানের বিষয়টি খুবই বিরল।

হালিমার নয় সন্তান জন্মদানের পর এ নিয়ে বিবৃতি দিয়েছেন মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবি। তিনি বলেছেন, সদ্যোজাত সন্তানেরা ও তাদের মা ভালো আছেন।