Thank you for trying Sticky AMP!!

২৮ সদস্যের মন্ত্রিসভায় ১৪ জন নারী

প্যাট্রিসিয়া ডি লিল। বিরোধী দলের সদস্য হয়েও স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। ২৮ সদস্যের এই মন্ত্রিসভায় ১৪ জন নারী স্থান পেয়েছেন। দেশটির ইতিহাসে কোনো মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্যের স্থান পাওয়ার ঘটনা এটাই প্রথম।

দক্ষিণ আফ্রিকার নতুন মন্ত্রিসভায় আরেকটি চমক হলো, ১৪ নারী সদস্যের একজন বিরোধীদল থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি গুড পার্টির নেত্রী প্যাট্রিসিয়া ডি লিল। তাঁকে অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিগত মন্ত্রিসভা ছিল ৩৬ সদস্যের। সেই মন্ত্রিসভাকে ‘বড়’ বলে আখ্যা দেন নতুন প্রেসিডেন্ট রামাফোসা।

দক্ষিণ আফ্রিকায় গত ৮ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জয়লাভ করে। গত শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন রামাফোসা। তিনি দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটনের ঘোষণা দিয়েছেন।