Thank you for trying Sticky AMP!!

আফগান প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত ২৪

এক নির্বাচনী সমাবেশে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। রয়টার্স ফাইল ছবি।

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশের কাছে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ওই সমাবেশে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির বক্তব্য দেওয়ার কথা ছিল।

এক প্রতিবেদনে বিবিসি বলছে, আশরাফ ঘানির বক্তব্য শুরুর ঠিক আগমুহূর্তে এই বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘানি কোনো ধরনের আঘাত পাননি বলে জানা গেছে।

বোমা হামলায় ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বোমা হামলাটি আত্মঘাতী। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও আছে বলে জানা গেছে।

আল–জাজিরায় প্রকাশিত খবরে জানানো হয়, এর কয়েক ঘণ্টা আগে কাবুলের গ্রিন জোনে আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে দেশটির প্রতিরক্ষা বিভাগ, মার্কিন দূতাবাস ও ন্যাটোর হেডকোয়ার্টার রয়েছে। ওই ঘটনায় তিনজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

আল–জাজিরায় প্রকাশিত খবরে জানানো হয়, জঙ্গি দল তালেবান এই দুটি হামলার দায় স্বীকার করেছে। ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে তালেবান।