Thank you for trying Sticky AMP!!

এবার রসায়নের কাছে পাটিগণিতের পরাজয়: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে রসায়নের কাছে পাটিগণিতের পরাজয় হয়েছে। উত্তর প্রদেশের বারানসিতে গিয়ে গতকাল সোমবার ভোটারদের ধন্যবাদ দিতে আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। লোকসভায় উত্তর প্রদেশের এই আসন থেকেই বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনী লড়াই লড়েছিলেন মোদি। নির্বাচনের পর এটাই তাঁর প্রথম বারানসি সফর। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার তিন দিন আগে তিনি এই সফর করলেন। আগামী বৃহস্পতিবার মোদি শপথ নেবেন।

বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তাঁদের দল এবারের লোকসভা নির্বাচনে যে এত বিপুল জনসমর্থন পাবে, তা ভোটের ফলাফল ঘোষণার আগেও কেউ ভাবতে পারেনি। বিষয়টির দিকে ইঙ্গিত করে মোদি বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের মেনে নিতে হবে যে ভোটের অঙ্কের বাইরে রসায়নও কাজ করেছে। তিনি এ দিন কাশী বারানসি মন্দিরে প্রার্থনাও করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মোদি বলেন, ‘আমরা বিজেপির ভেতরে দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি—রাজনৈতিক সহিংসতা ও রাজনৈতিক বিচ্ছিন্নতা। আমাদের কর্মীরা কেন কাশ্মীর, কেরালা কিংবা বাংলায় (পশ্চিমবঙ্গ) হামলা বা হত্যার শিকার হচ্ছে। এটি লজ্জাজনক এবং অগণতান্ত্রিক...দেশে সত্যিকার অর্থেই যদি কোনো গণতান্ত্রিক দল থেকে থাকে, তা একমাত্র বিজেপি।’

মোদি গতকাল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকদের। তাঁর মতে, এবারের নির্বাচনের জয় বিজেপি, এনডিএ জোট বা মোদি-অমিত শাহর জয় নয়, এটা আসলে সারা দেশের লাখ লাখ বিজেপি কর্মীর কঠিন পরিশ্রমের জয়। তিনি আরও বলেন, ‘দেশবাসী, বারানসির মানুষ আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবেই নিজেকে দেখতে চাই।’