Thank you for trying Sticky AMP!!

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ডিসেম্বরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়

করোনাজনিত অপরাধে চীনে হাজারো মানুষ গ্রেপ্তার

চীনে করোনা মহামারি–সংশ্লিষ্ট নানা অপরাধে জড়িত অভিযোগে হাজারো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, গত জানুয়ারি থেকে শুরু করে প্রায় ৫ হাজার ৮০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের হত্যা, ত্রুটিপূর্ণ চিকিৎসাসামগ্রী বিক্রি, ভ্রমণের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া প্রভৃতি অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ৫ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কতজন এখন কারাগারে, কাউকে এর মধ্যে সাজা দেওয়া হয়েছে কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বর প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। উহান থেকে সারা চীন, চীন থেকে বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

কঠোর পদক্ষেপ নেওয়ায় চীনে করোনার সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সাম্প্রতিক সময়ে দেশটিতে স্থানীয় পর্যায়ে সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।