Thank you for trying Sticky AMP!!

কাবুলে গুলিতে দুই নারী বিচারপতি নিহত

কাবুলে শনিবার একটি বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারীরা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান কর্মকর্তারা। দেশটিতে একের পর এক ঘটে চলা হত্যাকাণ্ডের মধ্যে এটিই সর্বশেষ। খবর এএফপির।

পুলিশ বলেছে, কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়।

আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি বলেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতেন।

এ হামলা কারা চালিয়েছে বা কীভাবে ঘটেছে, সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের এক হামলায় কমপক্ষে ৯ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পুলিশের দুটি তল্লাশি ফাঁড়িতে এই হামলা হয়।

কর্মকর্তারা জানান, তাজিকিস্তান সীমান্তের ওই দুই ফাঁড়িতে যুগপৎ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ অঞ্চলে নিয়মিতভাবে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানের লড়াই চলছে। সর্বশেষ ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কুন্দুজের গভর্নর আবদুল সাত্তার মির্জাকাওয়াল।

তবে কুন্দুজের প্রাদেশিক পরিষদের সদস্য খালুদ্দিন হাকিমি বলেছেন, হামলায় ১০ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তালেবানের বক্তব্য পাওয়া যায়নি।