Thank you for trying Sticky AMP!!

ছোট্ট আহমেদ যা দেখাল

হাসপাতালের বারান্দায় মনের আনন্দে নাচছে এক শিশু। মুখভরা হাসি। তালে তালে পড়ছে পা। খেয়াল করলে বোঝা যায় শিশুটির একটি পা কৃত্রিম। তাতে কী! দিব্যি নাচছে সে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে শিশুটির এমন ভিডিও।

আফগানিস্তানের এই শিশুর নাম আহমেদ। পাঁচ বছর বয়স ওর। নতুন কৃত্রিম পা সদ্যই লাগানো হয়েছে। এরপরই এমন নাচ।

তালেবান জঙ্গি ও আফগানিস্তানের সরকারি বাহিনীর মধ্যে গোলাগুলির মধ্যে পড়েছিল আহমেদ। তখন তার বয়স মাত্র আট মাস। তখন সে পা হারায়। এরপর তার কৃত্রিম পা লাগানো হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক দফায় কৃত্রিম পা লাগানো হয় আহমেদের। এ নিয়ে চতুর্থবারের মতো পা লাগানো হলো আহমেদের।

আহমেদের মতো আরও অনেক শিশুই আফগানিস্তানে সহিংসতার শিকার হয়।