Thank you for trying Sticky AMP!!

টিভিতে নারী উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশ তালেবানের

টেলিভিশনে সংবাদ পড়ছেন একজন নারী উপস্থাপক।

আফগানিস্তানের নারী টিভি উপস্থাপক ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়ে একটি ডিক্রি জারি করেছে তালেবান। খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।

আফগান পুলিশের একজন মুখপাত্র বৃহস্পতিবার বিবিসিকে বলেছেন, বুধবার তালেবান কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি ডিক্রি জারির কথা আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোকে জানিয়ে দিয়েছে।

এই ডিক্রি জারির দুই সপ্তাহ আগে দেশটির সব নারীকে জনসম্মুখে মুখ ঢেকে রাখার আদেশ জারি করে তালেবান। একই সঙ্গে বলা হয়, যারা এ আদেশ মানবে না তাদের শাস্তি দেওয়া হবে।

আফগানিস্তানের নারীদের জন্য বিধিনিষেধ দিন দিন কঠোর হচ্ছে। পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং মেয়ে শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুলে যেতে পারছে না।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি টিভিতে কাজ করেন একজন নারী সাংবাদিক। নাম প্রকাশ করতে চান না জানিয়ে তিনি বলেন, সর্বশেষ এই খবর শুনে তিনি প্রচণ্ড ধাক্কা খেয়েছেন।

তিনি বলেন, ‘মুখ ঢেকে কীভাবে আমি সংবাদ পড়ব? আমি জানি না এখন কী করব। তবে আমাকে অবশ্যই কাজ করতে হবে। কারণ আমার পরিবারে আমিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’

তালেবানের নতুন এই ডিক্রি ২১ মে থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।