Thank you for trying Sticky AMP!!

বোকা বানিয়ে স্বর্ণ হাতিয়ে শ্রীঘরে

অভিনব কায়দায় প্রতারণা করতেন তাঁরা। পুলিশের পোশাক পরে ধোঁকা দিয়ে হাতিয়ে নিতেন স্বর্ণ। তবে শেষ রক্ষা হলো না। নকল পুলিশ ধরা পড়ে গেল আসল পুলিশের হাতে। যেতে হলো শ্রীঘরে। জাপানের দক্ষিণাঞ্চলের শহর ফুকুওকায় ঘটেছে এই ঘটনা।

২০১৬ সালে ফুকুওয়াতে কয়েকজনের কাছ থেকে ব্রিফকেস-ভর্তি স্বর্ণ হাতিয়ে নেন পুলিশের পোশাকধারী তিন প্রতারক। স্বর্ণ বহনকারী মানুষগুলোর ওপর সোনা চোরাচালানের অভিযোগ এনে তাঁদের ব্রিফকেস হাতিয়ে নেন তাঁরা। নিয়েই চম্পট। পরে সেই স্বর্ণ বিক্রি করতে গিয়েই ধরা পড়ে যান।

হাতিয়ে নেওয়া স্বর্ণের পরিমাণ কম নয়—১৬০ কেজি। বাজারমূল্য ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৫৬ কোটি টাকা।

২০১৭ সালে ব্যাংক থেকে টাকা তুলে চলে যাওয়ার সময় ব্যবসায়ীর ব্রিফকেস ছিনিয়ে নেন তিন মুখোশধারী। ওই ব্রিফকেসে ৩৮ কোটি ইয়েন ছিল।