Thank you for trying Sticky AMP!!

লোকসভা নির্বাচনে দিদির দল ‘হাফ’ হয়েছিল, এবার ‘সাফ’ হবে: মোদি

কলকাতার ব্রিগেডের সমাবেশে আজ রোববার বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, লোকসভা নির্বাচনে দিদির দল হাফ হয়েছিল, এবার বিধানসভা নির্বাচনে সাফ হয়ে যাবে। আজ রোববার কলকাতার ব্রিগেডের সমাবেশে মমতার উদ্দেশে এ কথা বলেন মোদি।

নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের ওপর দিদির এত রাগ কেন? কথায় কথায় এত গালাগালি কেন? কেন কখনো রাবণ বলেন, আবার কখনো গুন্ডা। তাই তো বলছি, লোকসভা নির্বাচনে দিদির দল হাফ হয়েছিল, এবার বিধানসভা নির্বাচনে সাফ হয়ে যাবে।’

২০১৪ সালের লোকসভা নির্বাচনে মমতার তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর দলের আসনসংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে। এবার তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ২২টি আসন জমা পড়ে।

মোদি কলকাতার ব্রিগেডের বিশাল সমাবেশ দেখে হতবাক হয়ে যান। মোদি বলেন, ‘জীবনে বহু সমাবেশ দেখেছি, করেছি, তবে আজকের মতো এত বিরাট সমাবেশ আমি দেখিনি। রাস্তায় মানুষের ঢল নেমেছিল। ব্রিগেডে জায়গা ছিল না। তাই কলকাতা ও পশ্চিমবঙ্গের মানুষকে প্রণাম জানাই।’

নিজের ভাষণে মোদি বলেন, বাংলার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছেন মমতাদি। রাজ্যের কোনো উন্নতি হয়নি। শিল্প হয়নি। বেকার সমস্যা বেড়েছে। তাই বিজেপি চায় এই বাংলাকে সোনার বাংলা গড়তে। চায় এই বাংলার শান্তি, উন্নয়ন এবং অগ্রগতি। তিনি আরও বলেন, এই বাংলার মানুষ দিদির ওপর ভরসা করলেও দিদি এই বাংলার মানুষের জন্য কিছুই করেননি। তাই তাঁরা এই বাংলা এবার আসল পরিবর্তন চাইছেন। দিদিকে উপড়ে ফেলে বিজেপির সরকার গড়তে চাইছেন।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে বিজেপিতে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেসময় মিঠুনকে অভিনন্দন জানান মোদি।

মোদি বলেন, এই বাংলা থেকে তৃণমূল এবার খতম হবেই। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে সোনার বাংলায় রূপ দেওয়া হবে। ফিরিয়ে আনা হবে গণতন্ত্র। রোখা হবে অনুপ্রবেশ।

বাংলা থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে, তা সব ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন মোদি। তিনি বলেন, কলকাতাকে গড়ে তোলা হবে সিটি অব ফিউচার হিসেবে। দিদির হাতে হত্যা করা বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে। রাজ্য সরকারকে উৎখাত করে বিজেপির শাসন আনতে হবে। বাংলাকে মুক্তি দিতে হবে দিদির অপশাসনের হাত থেকে। রাজ্যের সব ঝুপড়িবাসীকে তৈরি করে দেওয়া হবে পাকা বাড়ি। অবসান ঘটাতে হবে দিদির কাট মানি, সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির রাজনীতির।