পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা অপহরণ করে ৯ জন বাসযাত্রীকে হত্যা করেছে। আজ শুক্রবার প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে শাহিদ রিন্দ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকটি বাস থেকে যাত্রীদের অপহরণ করা হয়। এসব বাস বেলুচিস্তান থেকে পাঞ্জাবের উদ্দেশে যাত্রা করেছিল। পাঞ্জাবি জাতিগত পরিচয়ের কারণেই তাঁদের নিশানা করা হয়েছিল।
নিহত ব্যক্তিদের দেহ গুলিবিদ্ধ অবস্থায় পাহাড়ে পড়ে ছিল বলে জানান নভীদ আলম নামের একজন সরকারি কর্মকর্তা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শাহবাজ শরিফ বলেন, ‘নির্দোষ মানুষের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। নিরীহ নাগরিকদের হত্যা ভারতের সহায়তাপুষ্ট সন্ত্রাসীদের স্পষ্ট অপরাধ।’
শাহবাজের মন্তব্যে ভারত তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে কোনো গোষ্ঠীও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
এর আগে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা পূর্ব পাঞ্জাব থেকে আসা যাত্রীদের পরিচয় জেনে জেনে হত্যা করে থাকে।
বিএলএ ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দল আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে অনেক বছর ধরে বিদ্রোহ করে আসছে। তাদের অভিযোগ, পাকিস্তান কর্তৃপক্ষ অঞ্চলটির সম্পদ হাতিয়ে নিয়ে পাঞ্জাবের উন্নয়নে ব্যয় করছে।