কান্দাহার প্রদেশের দামার এলাকায় নদীর কাছে দাঁড়িয়ে আছেন কয়েকজন আফগান। ফেব্রুয়ারি ২০২৫
কান্দাহার প্রদেশের দামার এলাকায় নদীর কাছে দাঁড়িয়ে আছেন কয়েকজন আফগান। ফেব্রুয়ারি ২০২৫

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতের মধ্য দিয়ে দীর্ঘদিনের খরা পরিস্থিতির অবসান হলেও একাধিক অঞ্চলে আকস্মিক বন্যায় নতুন বিপর্যয় দেখা দিয়েছে। বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। আফগান কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য দিয়েছে।

হেরাত প্রদেশের কাবকান এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। এর মধ্যে দুটি শিশুও আছে। হেরাত গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি এ তথ্য দিয়েছেন।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ বলেছেন, গত সোমবার থেকে বিভিন্ন এলাকায় বন্যার ঘটনায় বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়া মধ্যাঞ্চল, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষদের দৈনন্দিন জীবনকেও ব্যাহত করেছে।

হাম্মাদ বলেন, বন্যায় অবকাঠামোর ক্ষতি হয়েছে, পোষা প্রাণী মারা গেছে এবং ১ হাজার ৮০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যালোচনাকারী দল পাঠিয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জরিপ চলছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ বলেছেন, গত সোমবার থেকে বিভিন্ন এলাকায় বন্যার ঘটনায় বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়া মধ্যাঞ্চল, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষদের দৈনন্দিন জীবনকেও ব্যাহত করেছে।

একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, আফগানিস্তানের হেরাত-কান্দাহার মহাসড়কে দাশত-ই বাকওয়ার এলাকার কাছে আকস্মিক বন্যার পানিতে একটি ট্রাক উল্টে যাচ্ছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন বন্যার পানির স্রোতে তাঁদের বাস উল্টে যাওয়ার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করছেন।

পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়াজনিত ঝুঁকির মধ্যে থাকে। বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকে তারা।

জাতিসংঘ ও কয়েকটি ত্রাণ সংস্থা এ সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছে, চলতি বছরে আফগানিস্তানে বড় ধরনের মানবিক বিপর্যয়ের মধ্যে থাকতে পারে।

দশকের পর দশক ধরে চলা সংঘাত, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে এ ধরনের দুর্যোগের প্রভাব বেড়ে গেছে।

গত আগস্টে পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তসংলগ্ন নানগারহার প্রদেশে আকস্মিক বন্যার কারণে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে।