Thank you for trying Sticky AMP!!

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশিসহ নিহত ৩

গুলি

মালয়েশিয়ায় ‘সেন্ট্রো গ্যাং’ নামের এক অপরাধী চক্রের সন্দেহভাজন তিন সদস্য পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ‘বাংলাদেশিও’ আছেন।

নিহত ব্যক্তিরা স্বর্ণালংকারের দোকানে ডাকাতির কিছু ঘটনায় জড়িত ছিলেন বলে ধারণা করছে মালয়েশিয়ার পুলিশ। এসব ঘটনায় ৪০ লাখ মালয়েশীয় রিঙ্গিতের বেশি ক্ষতি হয়।

স্থানীয় সময় গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেএম ১৭ জালান পেকান-কুয়ানতান এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভিয়েতনামি দুই নাগরিকের সঙ্গে পাসপোর্ট ছিল এবং তাঁরা মালয়েশিয়ায় পর্যটক হিসেবে প্রবেশ করেন। আর ওই সন্দেহভাজন বাংলাদেশির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ৩৬ ও ৪৪ বছর বয়সী ভিয়েতনামের নাগরিক। আর নিহত বাংলাদেশির বয়স ৩৮। গোলাগুলির পর একটি গাড়ির ভেতর থেকে এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পাহাং রাজ্যের পুলিশপ্রধান দাতুক সেরি ইয়াহিয়া ওসমান বলেন, পেকান এলাকায় পেহাং রাজ্য উন্নয়ন বোর্ডের এলাকায় সন্দেহজনক একটি গাড়ি দেখতে পান সেলানগড় ও পেহাং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা। পরে পুলিশ গাড়িটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে জালান পেকান-কুয়ানতান বাইপাসের দিকে চালানো শুরু করেন।

পুলিশপ্রধান বলেন, গাড়িটি ধাওয়া করে থামানোর পর পুলিশ সদস্যরা সেটি তল্লাশির চেষ্টা করেন। এ সময় গাড়ির ভেতর থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ওই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পাহাং পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দাতুক সেরি ইয়াহিয়া ওসমান আরও বলেন, গাড়িটির ভেতর থেকে সাতটি গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়েছে। ড্রিল মেশিন, পেষণ যন্ত্র, ধারালো অস্ত্র, হাতুড়িও পাওয়া গেছে সেখান থেকে। এগুলো ওই সন্দেহভাজন বাংলাদেশির বলে মনে করা হচ্ছে।  

পুলিশ জানায়, ভিয়েতনামি দুই নাগরিকের সঙ্গে পাসপোর্ট ছিল এবং তাঁরা মালয়েশিয়ায় পর্যটক হিসেবে প্রবেশ করেন। আর ওই সন্দেহভাজন বাংলাদেশির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে।