বিটলসখ্যাত তারকা জন লেনন
বিটলসখ্যাত তারকা জন লেনন

চার গুলিতে থেমে গেল শতাব্দীর সেরা কণ্ঠ

১৯৮০ সালের ৮ ডিসেম্বর। রাত তখন ১১টার কাছাকাছি। স্টুডিও থেকে বেরিয়ে বাসার দিকে রওনা হলেন জন লেনন, সঙ্গে জীবনসঙ্গী ইয়োকো ওনো। তাঁদের অ্যাপার্টমেন্ট ভবনের সামনে ড্রাইভওয়ে পর্যন্ত যাওয়ার পথ। লেননের লিমুজিনটা আর্চওয়ের সামান্য একটু আগে থেমে গেল। গাড়ি থেকে বেরিয়ে লেনন ও ইয়োকো ওনো তখন ভবনের ফটকে এসে দাঁড়িয়েছেন। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলেন ২৫ বছরের চ্যাপম্যান। কাছাকাছি দূরত্বে থেকে গুলি করলেন একে একে চারটি।