Thank you for trying Sticky AMP!!

ক্ষমতাধরেরা কেবল দেখছে, একা লড়ছি আমরা: ইউক্রেন প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

পশ্চিমা যেসব দেশকে মিত্র বলে ভেবেছিলেন, তাদের একটিকেও পাশে পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই  রাশিয়ার হামলা থামাতে  ইউক্রেনের পাশে দাঁড়াতে মিত্র দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। খবর বিবিসির।

স্থানীয় সময় আজ শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আজ সকালে আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।’

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ানসহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর মধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার কিছু আসে যায় বলে মনে করছেন না জেলেনস্কি। তাই তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘গতকালের নিষেধাজ্ঞায় কি রাশিয়ার ওপর কোনো প্রভাব পড়েছে? আমরা আকাশে যে শব্দ শুনছি ও যা দেখছি তাতে মনে হচ্ছে নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।’

Also Read: ইউক্রেন সংকট নিয়ে যত প্রশ্ন

আজ ভোরে ইউক্রেনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, আজ ভোর চারটার দিকে এসব হামলা শুরু হয়। তিনি আরও বলেন, রাশিয়া সেনাবাহিনী ও বেসামরিক দুই পক্ষকেই লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যদিও এর আগে রাশিয়া বলেছিল তারা বেসামরিক মানুষের ওপর হামলা চালাবে না।

জেলেনস্কি আরও বলেন, আজ সকালে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে একটি আবাসিক ভবনেও বিস্ফোরণ হয়েছে।

Also Read: রাশিয়া-ইউক্রেন: সামরিক শক্তিতে কার জোর কত

ভিডিও বার্তায় যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ‘সহিংসতা নিরসনে ও হামলা বন্ধের জন্য রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতেই হবে। সেটা এখন হোক বা পরে।’
জেলেনস্কি আরও বলেন, ‘যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, রাশিয়ার ক্ষতি তত কম হবে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের দেশ রক্ষার চেষ্টা চালিয়ে যাব।’

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে জেলেনস্কি বলেন, এখন রাশিয়ার এক নম্বর লক্ষ্য হলো কিয়েভে হামলা করা। তবে কিয়েভ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।

Also Read: সত্যি বলতে, সবাই ভয় পায়: জেলেনস্কি