Thank you for trying Sticky AMP!!

জামিনে বের হয়ে গুলি করে দুই পুলিশ সদস্যকে হত্যা

মুখোশ পড়া একজন পুলিশ সদস্য ও একজন ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। লি গে, বেলজিয়াম, ২৯ মে। ছবি: রয়টার্স

বেলজিয়ামে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। সোমবার জামিনে বের হয়ে আজ মঙ্গলবার লি গে শহরে এই ঘটনা ঘটান ওই বন্দুকধারী। পরে পুলিশ ওই বন্দুকধারীকেও গুলি করে হত্যা করেছে।

কী কারণে ওই বন্দুকধারী এ ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বেলজিয়ামের পুলিশ। তবে এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার বলে মনে করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোতে পুলিশের বরাত দিয়ে বলা হচ্ছে, ওই বন্দুকধারী হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেন।

বেলজিয়ামের সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, ওই বন্দুকধারী মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। কারাগারেই সম্ভবত তিনি সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়েছেন। সোমবার তিনি জামিনে ছাড়া পান।