Thank you for trying Sticky AMP!!

জার্মানিতে শিল্প পার্কে বিস্ফোরণে নিহত ১

বিস্ফোরণের পরে ধোঁয়া উড়তে দেখা যায়। লুভারকুজেন, জার্মানি, ২৭ জুলাই।

পশ্চিম জার্মানির নর্থ রাইন ভেস্টফ্যালিয়া প্রদেশের লুভারকুজেন শহরের একটি শিল্প পার্কে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিখোঁজ থাকার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শিল্প পার্কের চেমপার্ক সাইটে এ দুর্ঘটনা ঘটে। পার্কের অপারেটর কারেনটা বলেন, দুর্ঘটনায় রাসায়নিক কোম্পানি বায়ের ও ল্যানক্সেসের ক্ষতি হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চেমপার্ক সাইটের প্রধান লার্স ফ্রেডরিক তাৎক্ষণিক এক টুইট বার্তায় বলেন, ‘সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।’ দুর্ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

উদ্ধারকর্মীরা ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় ওয়েল্ট টিভি একজনের মৃত্যুর খবর জানায়। তবে তিনি নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পরে পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় জরুরি সেবাদানকারী যানবাহন পুরো এলাকা ঘিরে রাখে। দুর্ঘটনার পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। ঘরের দরজা-জানালাও বন্ধ রাখতে বলেছে তারা। কারেনটা বলেন, বিষাক্ত গ্যাস যাতে ঘরে ঢুকতে না পারে, সে জন্য স্থানীয় বাসিন্দাদের এয়ারকন্ডিশনারও বন্ধ রাখতে বলা হয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। গত সপ্তাহে জার্মানিতে ভয়াবহ বন্যায় ১৮০ জন মারা যাওয়া এলাকার ৫০ কিলোমিটারের মধ্যে লেভারকুজেন শহর।

বিস্ফোরণের পর পার্শ্ববর্তী অধিকাংশ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য গাড়িচালকদের নির্দেশ দেয় পুলিশ। লেভারকুজেনের চেমপার্ক সাইটে ৩০টির বেশি কোম্পানির কারখানা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি হলো কভেস্ত্রো, বায়ার, ল্যানক্সেস ও আরলানজো।