এ বছর পুলিৎজারজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। ১৯১৭ সাল থেকে সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি বোর্ড বিজয়ীদের নাম ঘোষণা করে। যেসব ছবির জন্য এবার ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। সেসব ছবি নিয়ে এই প্রতিবেদন।
