পুলিৎজার পেল রয়টার্সের যেসব ছবি

এ বছর পুলিৎজারজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। ১৯১৭ সাল থেকে সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি বোর্ড বিজয়ীদের নাম ঘোষণা করে। যেসব ছবির জন্য এবার ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। সেসব ছবি নিয়ে এই প্রতিবেদন।

জ্বরে আক্রান্ত স্ত্রীর পাশে বসে আছেন এক ব্যক্তি। অস্থায়ী একটি হাসপাতালে স্ত্রীকে স্যালাইন দেওয়া হচ্ছে। ওই সময় ভারতের উত্তর প্রদেশের পারাসুল গ্রামে করোনাভাইরাস মহামারির প্রকোপ চলছিল। উত্তর প্রদেশ, ভারত, ২২ মে ২০২১। আদনান আবিদির তোলা এই ছবি ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার জিতেছে
জ্বরে আক্রান্ত স্ত্রীর পাশে বসে আছেন এক ব্যক্তি। অস্থায়ী একটি হাসপাতালে স্ত্রীকে স্যালাইন দেওয়া হচ্ছে। ওই সময় ভারতের উত্তর প্রদেশের পারাসুল গ্রামে করোনাভাইরাস মহামারির প্রকোপ চলছিল। উত্তর প্রদেশ, ভারত, ২২ মে ২০২১। আদনান আবিদির তোলা এই ছবি ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার জিতেছে
হাসপাতালে করোনায় প্রাণ হারানো মানুষদের যেখানে রাখা হয়েছে, তার বাইরে পরিবারের সদস্যের মৃত্যুর কথা শুনে এক ব্যক্তির আহাজারি। গুরু তেগ বাহাদুর হাসপাতাল, নয়াদিল্লি, ভারত ২৩ এপ্রিল, ২০২১। প্রয়াত আলোকচিত্রী দানিশ সিদ্দিকী এই ছবির জন্য এ বছর ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার জিতেছেন
ভারতে তখন করোনার প্রকোপ চলছিল। লাশ পোড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না শ্মশানগুলোয়। গণহারে করোনায় মৃত ব্যক্তিদের লাশ পোড়ানো হচ্ছিল। সেই সময় নয়াদিল্লির একটি শ্মশানে লাশ পোড়ানোর দৃশ্য। শ্মশানের দেয়াল ঘেঁষে অনেকগুলো বাড়ি। ২০২১ সালের ২২ এপ্রিল তোলা এই ছবির জন্য দানিশ সিদ্দিকী ফিচার ফটোগ্রাফি বিভাগে এ বছর পুলিৎজার জিতেছেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ নয়াদিল্লির একটি শ্মশানে গণদাহের সময় একটি চিতার ওপর পড়ে আছে। নয়াদিল্লি, ভারত, ১ মে ২০২১। রয়টার্সের আদনান আবিদির তোলা এই ছবি এ বছর ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার জিতেছে
এক নারীর শরীরে তাপমাত্রা মেপে দেখছেন একজন স্বাস্থ্যকর্মী। তখন টিকা দেওয়া হচ্ছিল শ্রমিকদের। ভারতের গুজরাটের রাজধানী আহমেদাবাদের অদূরে কবিতা নামক গ্রাম থেকে ৮ এপ্রিল ২০২১ ছবিটি তোলা। ভারতীয় আলোকচিত্রী অমিত দেব এই ছবির জন্য ফিচার ফটোগ্রাফি বিভাগে এবার পুলিৎজার জিতেছেন
মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলছিল তখন। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন বাবা। কৃত্রিমভাবে অক্সিজেনও দেওয়া হচ্ছিল। কিন্তু আচমকা বাবা অচেতন হয়ে পড়লে বুক চেপে তাঁর কষ্ট লাঘবের চেষ্টা করছেন মনীষা বসু। গাজিয়াবাদ, ভারত, ৩০ এপ্রিল ২০২১। আদনান আবিদির তোলা এই ছবি এ বছর ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার জিতেছে
ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকার মধ্যে গত বছর উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে কুম্ভমেলায় অংশ নেন কয়েক লাখ হিন্দুধর্মাবলম্বী মানুষ। পরে গঙ্গার তীরে ওই জনসমাগমকে ভারতে ব্যাপকভাবে করোনা ছড়ানোর ক্ষেত্রে দায়ী করা হয়। ১২ এপ্রিল কুম্ভমেলার এই চিত্র উঠে আসে দানিশ সিদ্দিকীর ক্যামেরায়। প্রয়াত এই ভারতীয় সাংবাদিক এই ছবির জন্য ফিচার ফটোগ্রাফি বিভাগে এ বছরের পুলিৎজার পুরস্কার জিতেছেন