Thank you for trying Sticky AMP!!

লটারিতে জিতলেন পিকাসোর ৯ লাখ ডলার মূল্যের চিত্রকর্ম

পিকাসোর চিত্রকর্ম। ছবি: সংগৃহীত

বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর প্রায় ৯ লাখ ডলার মূল্যমানের একটি চিত্রকর্ম লটারিতে জিতে নিয়েছেন ইতালির একজন নারী। চিত্রকর্মটি সরবরাহ করেন মোনাকোর এক ধনকুবের।

ফ্রান্সের প্যারিসে ক্রিস্টির নিলাম হাউসে অনুষ্ঠিত একটি ড্রতে বিজয়ী হিসেবে টিকিটটিকে ঘোষণা করা হয়। দাতব্য সংস্থা কেয়ারের অর্থায়নের লক্ষ্যে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। এর আগে দুই দফা অনুষ্ঠান বাতিল করা হয়। প্রথম দফা বাতিল করা হয়েছিল আরও টিকিট বিক্রির জন্য। দ্বিতীয় দফা বাতিল করা হয় করোনাভাইরাসের সংক্রমণজনিত বিধিনিষেধের কারণে।

পুরস্কার জেতা চিত্রকর্মটির নাম নেচার মর্টে। এটি তুলনামূলক একটি ছোট আকারের শিল্পকর্ম (৯ ইঞ্চি/১৮ ইঞ্চি)। ৫১ হাজার র‍্যাফল টিকিট বিক্রি করে ওই দাতব্য সংস্থাটির জন্য এ পর্যন্ত ৫১ লাখ ডলারের তহবিল গঠন করা হয়েছে। টিকিটের প্রায় ২৯ শতাংশ বিক্রি হয় ফ্রান্সে। এরপরে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে।