শস্যচুক্তি নিয়ে অগ্রগতি নেই

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রয়টার্স ফাইল ছবি

কৃষ্ণসাগর শস্যচুক্তির বিষয়ে কোনো অগ্রগতি নেই। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে কোনো ধরনের আলোচনার দিনক্ষণও ঠিক হয়নি।

গতকাল শুক্রবার ক্রেমলিন এসব কথা জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে শস্যচুক্তি সই হয়। তবে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গত জুলাইয়ে এই চুক্তি থেকে সরে যায় রাশিয়া। মস্কোকে চুক্তিতে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ ও তুরস্ক।

বৈশ্বিক খাদ্যসংকট লাঘবে চুক্তিটি পুনরুজ্জীবিত করাটা গুরুত্বপূর্ণ। মস্কোর অভিযোগ, চুক্তি সত্ত্বেও রাশিয়ার নিজস্ব খাদ্যশস্য ও সার রপ্তানি বাধার মুখে পড়েছে। এ ছাড়া খাদ্যসংকটে থাকা দেশগুলো ইউক্রেনের রপ্তানি করা খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না।

অতীতে চুক্তি মেনে চলতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে রাজি করাতে কার্যকর ভূমিকা পালন করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। রাশিয়াকে চুক্তিতে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘও। এরই মধ্যে এ নিয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে বৈশ্বিক সংস্থাটি।