রাশিয়া–ইউক্রেন যুদ্ধ

এবার মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের ড্রোন হামলার পর ঘটনাস্থল পরীক্ষা করছেন নিরাপত্তা বাহিনীর লোকজন। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয়
ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে নতুন হামলা ঘিরে। মস্কোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার দায় স্বীকার করেছে তারা। এ ছাড়া সতর্কবার্তায় তারা বলেছে, এমন হামলা আরও হবে। আর রাশিয়া বলেছে, তারা এই হামলার কঠোর প্রতিশোধ নেবে।

এর আগে গত মে মাসে ক্রেমলিন লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল। তবে সেই সময় হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। এবার দায় স্বীকার করল। যদিও এতে মানুষের কোনো ক্ষতি হয়নি।

গতকাল সোমবার সকালে মস্কোয় ড্রোন হামলা চালানো হয়। সেই হামলায় অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মস্কো ও ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেন ড্রোন নিক্ষেপ করেছে। এ দুটি ড্রোন মস্কোয় আঘাত হেনেছে।

হামলার ঘটনার বেশকিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, হামলার পর রাস্তায় কাচের টুকরা পড়ে আছে। সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। যে ভবনটিতে ইউক্রেনের ড্রোন আঘাত হেনেছে, তার পাশে থাকেন পলিনা নামের এক নারী। তিনি বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। বিস্ফোরণের শব্দে ঘুম থেকে উঠি। এরপর দেখি সবকিছু কাপছে।’

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, ওদেসায় ইউনেসকোর সংরক্ষিত ক্যাথেড্রালে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের আরেক কর্মকর্তা জানিয়েছেন, হামলার স্থলের পাশে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দপ্তরের একটি ভবন রয়েছে। ওই ভবন ‘ইউক্রেনে বিশেষ অভিযানের দপ্তর’। এই মধ্য দিয়ে এ বার্তা দেওয়া হয়েছে যে চাইলে সেই বিশেষ অভিযানের দপ্তরে হামলা চালাতে পারে ইউক্রেন।

রাশিয়া একে নির্লজ্জ সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে। ক্রেমলিন বলছে, তারা ইউক্রেনে আরও অভিযান জোরদার করবে। এই হামলার বদলা নেবে।

এদিকে মস্কো ছাড়াও ক্রিমিয়া গত রোববার দিবাগত রাতে ব্যাপক হামলা চালায় ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সেখানে হামলায় ১৭টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোন ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করা হয়। এরপরও সেখানে গোলাবারুদ রাখার গুদামে ড্রোন আঘাত হেনেছে। এ ছাড়া আবাসিক ভবনেও আঘাত হেনেছে ড্রোন।

৫০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধার

রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের যে ভূখণ্ড দখল করেছিল, তার অর্ধেক পুনরুদ্ধার করেছে কিয়েভ।

এর আগে রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনের অভিযান ব্যর্থ হয়েছে। এরপর ব্লিঙ্কেন এমন তথ্য জানান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, ‘প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।’ রাশিয়ার দখল করা আরও ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য কিয়েভকে ‘খুব কঠিন’ লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন।

ইউক্রেনের পাল্টা–আক্রমণের এখন অপেক্ষাকৃত প্রাথমিক পর্যায় চলছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।