পরিবেশ বাঁচাতে এবার চুলের ব্যবহার

মানুষের ফেলনা চুল দিয়ে তৈরি সেই ম্যাট
ছবি: রয়টার্স

চুল সৌন্দর্যের অলংকার। হাল ফ্যাশনে চুল সাজাতে তাই সব সময় ব্যতিব্যস্ত থাকেন নারী-পুরুষেরা। তবে চুল যে পরিবেশ বাঁচাতেও কাজে লাগতে পারে, তা হয়তো হুট করে কারও মাথায় আসবে না। বেলজিয়ামের একটি বেসরকারি সংস্থা কিন্তু এমনটাই করছে। ফেলনা চুল সংগ্রহ করে কাজে লাগাচ্ছে পরিবেশ রক্ষায়।

বেলজিয়ামের ওই বেসরকারি সংস্থাটির নাম ‘ডাং ডাং’। তারা পরিবেশ রক্ষায় মানুষের চুল ব্যবহারের প্রকল্পটির না দিয়েছে ‘দ্য হেয়ার প্রজেক্ট’। প্রকল্পের জন্য বেলজিয়ামের বিভিন্ন সেলুন থেকে চুল সংগ্রহ করছে তারা। পরে যন্ত্রের সাহায্যে ওই চুল দিয়ে বানানো হচ্ছে চারকোনা ম্যাট আর পরিবেশবান্ধব ব্যাগ।

চুল দিয়ে তৈরি ম্যাটগুলো তেলজাতীয় পদার্থ ও অন্যান্য হাইড্রোকার্বন শোষণ করতে পারে বলে জানিয়েছেন প্রকল্পের সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক জ্যানসেন। তাঁর ভাষ্যমতে, ম্যাটে ব্যবহার করা এক কেজি চুল সাত থেকে আট লিটার তেল ও হাইড্রোকার্বন শোষণ করতে পারে। এই ম্যাটগুলো ড্রেনে রাখা যাবে। ফলে নদীতে পৌঁছানোর আগেই পানির দূষিত পদার্থ শোষণ করতে পারবে ম্যাটগুলো।

সুইডেনের পরিবেশ রক্ষায় ম্যাট ও ব্যাগগুলো দেশটিতেই তৈরি করা হচ্ছে, এটি বড় একটি বিষয় বলে উল্লেখ করেছেন প্যাট্রিক জ্যানসেন। তিনি বলেন, ‘আমাদের পণ্যগুলো স্থানীয়ভাবে তৈরি। এগুলো বিশ্বের অন্য প্রান্ত থেকে আমদানি করা নয়। বিষয়টি নীতিনৈতিকতার দিক দিয়েও আমাদের পণ্যগুলোকে এগিয়ে রেখেছে।’

দ্য হেয়ার প্রজেক্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চুল বেশ শক্তিশালী। একটি চুল সেটির ওজনের এক কোটি গুণ ভার নিতে পারে। এ ছাড়া চুলের চর্বিজাতীয় পদার্থ ও হাইড্রোকার্বন শোষণের ক্ষমতাও ভালো। আর কেরাটিন থাকায় চুল পানিতে মিশে যেতে পারে ও অনেক স্থিতিস্থাপক হয়।

প্রকল্পটির পাশে রয়েছে বেলজিয়ামের অনেকগুলো সেলুন। এমন একটি সেলুনের ব্যবস্থাপক ইসাবেল ভলকিদিস। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এক ক্রেতার চুলে চিরুনি টানতে টানতে তিনি বললেন, ‘যে চুল দিয়ে অনেক কিছু করা যায়, তা ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া লজ্জার। তবে বিষয়টি জানার পর এটি আমাকে এখন অনুপ্রেরণা দেয়।’