ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটির কাছে বড় বিস্ফোরণ

ক্রিমিয়ায় নোভোফেদোরিভকা সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণ ঘটেছে
ছবি: রয়টার্স

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলে একাধিক বিস্ফোরণ ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। খবর বিবিসি ও রয়টার্সের।

২০১৪ সাল থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। দখলে রাখা ক্রিমিয়ায় মস্কোর নিয়োগ করা আঞ্চলিক প্রশাসকের উপদেষ্টা ওলেগ ক্রুচকভ জানান, নোভোফেদোরিভকা সামরিক ঘাঁটির কাছে এসব বিস্ফোরণ ঘটেছে। এ ঘাঁটি ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখেছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও নোভোফেদোরিভকা ঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে এসব ভিডিও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গোলাবারুদে বিস্ফোরণ ঘটেছে। তবে ওই সামরিক ঘাঁটিতে গোলাবারুদের মজুত অক্ষত আছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিয়োনোভ ঘটনাস্থলে পৌঁছেছেন।


২০১৪ সালে পুরো ক্রিমিয়া উপকূল ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। তবে বেশির ভাগ দেশ এ দখলদারত্বকে স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাদের চলাচল ও রসদ সরবরাহে ক্রিমিয়াকে অন্যতম রুট ও কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।