সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি প্রাচীন পদ্ধতির সোনার খনিতে আংশিক ধসের ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় খনিজ সম্পদ কোম্পানি এসএমআরসি।
এসএমআরসি জানায়, ‘কিরশ আল-ফিল’ নামে একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে। খনিটি ‘হাওয়েইদ’ নামে দুর্গম মরুভূমি অঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আতবারা ও হাইয়া শহরের কাছে রেড সি প্রদেশে অবস্থিত। ঠিক কবে এ ধসের ঘটনা ঘটে, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। এ সংঘাতে উভয় পক্ষই সোনা উত্তোলনের খাতকে প্রধান অর্থের উৎস হিসেবে ব্যবহার করছে।
সরকারি-বেসরকারি সূত্র জানায়, সুদানের উৎপাদিত প্রায় সব সোনাই সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে রপ্তানি হয়। আন্তর্জাতিক মহলে আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে।
যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির মধ্যেও সুদানের সেনাসমর্থিত সরকার ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন সোনা উৎপাদনের কথা জানিয়েছে।