Thank you for trying Sticky AMP!!

আসামে ভূমিকম্পে বেশ কয়েকটি ভবনে ফাটল

ভূমিকম্পের সময় অনেকেই ঘর ছেড়ে বাইরে চলে আসেন।

ভারতের উত্তর–পূর্বাঞ্চলে আসাম রাজ্যে আজ বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সেখানকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভুটানের সঙ্গে ভারতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬। এরপর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বেশ কয়েকটি পরাঘাত হয়।

উৎপত্তিস্থল থেকে ৪৫ কিলোমিটার দূরে এক লাখ অধিবাসীর শহর তেজপুর ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারা বলছেন, সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসামের রাজধানী গুয়াহাটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে। বাসিন্দারা বলছেন, দুটি বড় ধরনের পরাঘাত অনুভূত হয়েছে।
এ অঞ্চলে নিয়মিত বড় ধরনের ভূমিকম্প হয়। ১৯৫০ সালে ভূমিকম্পে আসাম ও তিব্বতে ৪ হাজার ৮০০ জনের প্রাণহানি হয়েছিল।