Thank you for trying Sticky AMP!!

করোনায় মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থীর মৃত্যু

রেজাউল হক

ভারতজুড়ে করোনার রেকর্ড সংক্রমণের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এবার করোনায় আক্রান্ত হয়ে এ রাজ্যে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। মারা গেছেন রেজাউল হক। তিনি মন্টু বিশ্বাস নামেও পরিচিত। রেজাউল হক মুর্শিদাবাদ জেলার সমশেরনগর আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন।

স্বাস্থ্য দপ্তরের বরাতে এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার অসুস্থ রেজাউল হককে মুর্শিদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষা করা হলে তাঁর করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনো প্রার্থীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
এবার মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Also Read: ভারতে এক দিনে ২ লাখের বেশি করোনায় আক্রান্ত

এরই মধ্যে চার দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। বাকি চার দফার ভোট শেষে আগামী ২ মে চূড়ান্ত ফল ঘোষণার কথা রয়েছে। তবে মুর্শিদাবাদের সমশেরনগর আসনে এখনো ভোট হয়নি। ২৬ এপ্রিল, সপ্তম দফায় এখানে ভোটের সূচি নির্ধারিত রয়েছে।

Also Read: পদত্যাগপত্র ‘রেডি’ রাখুন: অমিত, বিজেপির মুখে ঝামা: মমতা