Thank you for trying Sticky AMP!!

ভারতের পাঁচ রাজ্যে ভোটের প্রাথমিক ফল

ভারতের পাঁচ বিধানসভার ফল

পশ্চিমবঙ্গ

প্রশ্ন

মোট আসন:

২৯২/২৯৪

প্রশ্ন

তৃণমূল কংগ্রেস

২১৬

প্রশ্ন

বিজেপি

৭৪

প্রশ্ন

বামজোট

০০

প্রশ্ন

অন্যান্য

০২

আসাম

প্রশ্ন

মোট আসন:

১২৬/১২৬

প্রশ্ন

বিজেপি‍+

৭৫

প্রশ্ন

কংগ্রেস‍+

৫০

প্রশ্ন

অন্যান্য

০১

কেরালা

প্রশ্ন

মোট আসন:

১৪০/১৪০

প্রশ্ন

এলডিএফ

৯৯

প্রশ্ন

কংগ্রেস‍+

৪১

প্রশ্ন

বিজেপি‍+

০০

প্রশ্ন

অন্যান্য

০০

তামিলনাডু

প্রশ্ন

মোট আসন:

২৩৪/২৩৪

প্রশ্ন

এআইডিএমকে‍+

৭৮

প্রশ্ন

ডিএমকে‍+

১৫৬

প্রশ্ন

এএমএমকে

০০

প্রশ্ন

অন্যান্য

০০

পুদুচেরি 

প্রশ্ন

মোট আসন:

২৭/৩০

প্রশ্ন

কংগ্রেস ‍+

০৭

প্রশ্ন

বিজেপি+

১৫

প্রশ্ন

অন্যান্য

০৫

ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলের নির্বাচনের ফল আজ রোববার ঘোষণা হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া তিন রাজ্য হলো—আসাম, কেরালা ও তামিলনাড়ু। আর কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো পদুচেরি।

আসাম রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরি ছাড়া বাকি তিন রাজ্যে পিছিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামের পরে বিজেপি ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। তবে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি জয়ের দৌড়ে পিছিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা আজ রোববার ভারতীয় সময় সকাল আটটা (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে শুরু হয়েছে। এতে দেখা যাচ্ছে, সময় যত বাড়ছে, ততই বিজেপির সঙ্গে ব্যবধান বাড়াচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।