Thank you for trying Sticky AMP!!

মাস্ক ছাড়াই ঘুরছেন পর্যটকেরা

দীঘায় পর্যটকদের কারও মুখে মাস্ক নেই

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় মানুষ এ সময় অসচেতন হয়ে পড়েছেন।

পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র পর্যটনকেন্দ্র হলো পূর্ব মেদিনীপুর জেলার দীঘা। এই  দীঘায় গিয়ে গতকাল রোববার পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পর্যটকদের কারও মুখে কোনো মাস্ক ছিল না।

কলকাতার বিরাটি থেকে আসা পর্যটক দীপেন দাসের কাছে মাস্ক না পরার কারণ জানতে চাইলে তিনি হেসে বললেন, ‘কোথায় এখন করোনা? দেশে টিকা শুরু হয়েছে। করোনাও এখন পালাচ্ছে। তাইতো এখন বহু মানুষই আর মাস্ক পরছে না। মানুষ বুঝেছে, এবার সত্যিই পালাতে বাধ্য হচ্ছে করেনা। তাইতো মানুষ এখন আর মাস্ককে তেমন নিচ্ছে না।’

দীঘায় পর্যটকদের কারও মুখে মাস্ক নেই

কলকাতার আরেক পর্যটক বললেন, ‘কী হবে বলুন, প্রায় এক বছর তো কাটালাম।

এখনো শুনছি করোনা এবারও ছেড়ে যাচ্ছে না। তাই ঠিক করেছি আর অপেক্ষা নয়, মৃত্যু যখন ললাটে লেখা রয়েছে, তখন না হয় কালকের পরিবর্তে আজ না হয় মরলাম করোনার কোপে। আর বেঁচে গেলে বুঝব, করোনা সত্যিই হেরে গেছে আমাদের কাছে।’

আরেক পর্যটক বললেন, ‘এভাবে বেঁচে থাকা যায় না? কত দিন এভাবে বাঁচব? তাই ঠিক করেছি, এবার না হয় দেখি মাস্ক ছাড়া বাঁচতে পারি কি না?’

শুধু দীঘা নয়, পাশের মন্দারমনি, তাজপুর, দীঘার মোহনা, শঙ্করপুর পর্যটনকেন্দ্রেরও একই অবস্থা। পর্যটকদের কারও মুখে মাস্ক নেই।