সুন্দরবনের ভারতীয় অংশে ৩৮৫টি মেছো বিড়াল

মেছো বিড়াল
ফাইল ছবি

সুন্দরবনের ভারতীয় অংশে (পশ্চিমবঙ্গে) বিলুপ্তপ্রায় প্রজাতির ৩৮৫টি মেছো বিড়ালের সন্ধান পাওয়া গেছে এক সমীক্ষায়। এই মেছো বিড়াল বাঘের থেকে ছোট হলেও দেখতে অনেকটাই বাঘের মতো।

সুন্দরবনে কত বিলুপ্তপ্রায় মেছো বিড়াল রয়েছে, তা নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে এক সমীক্ষা চালায় ভারতের বন দপ্তর। সেই সমীক্ষার জন্য সুন্দরবনের চারটি অঞ্চলে ক্যামেরা বসানো হয়। তাতে উঠে আসা মেছো বিড়াল বা বাঘরোলের ছবি বিশ্লেষণ করে বন বিভাগ জানিয়ে দিয়েছে, সুন্দরবনে সন্ধান মিলেছে ৩৮৫টি মেছো বিড়ালের।

ভারতীয় অংশের সুন্দরবনে কত বাঘ রয়েছে, তা নিয়ে প্রায় প্রতিবছরই বাঘশুমারি হয়ে থাকে। সর্বশেষ ২০১৯-২০ সালের শুমারিতে পশ্চিমবঙ্গের সুন্দরবনে মিলেছে ৯৬টি বেঙ্গল টাইগার।

পশ্চিমবঙ্গের বন বিভাগ এই বাঘরোল বা মেছো বিড়ালকে প্রায় বিলুপ্ত প্রাণীর তালিকায় রেখেছে। সমীক্ষায় দেখা গেছে, সুন্দরবনের বসিরহাট ও সজনেখালী  অঞ্চলে এই মেছো বিড়াল বা বাঘরোলের সংখ্যা সবচেয়ে বেশি।