তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতি'র দল তামিলাগা ভেত্রি কাজাগামের জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, আহত ৪০ জনের বেশি। ভেলুসামাইপুরামে 'ভেলিচাম ভেলিয়েরু' জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধারণার চেয়ে বেশি, প্রায় ৬০ হাজার মানুষ জমায়েত হয়েছিলেন।