Thank you for trying Sticky AMP!!

ইয়েমেনে হুতি শিবিরে সৌদি জোটের হামলা

ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের শিবিরগুলোয় আজ শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে। এর মধ্যে আল-দাইলামি বিমানঘাঁটিও রয়েছে। আজ শনিবার আল-অ্যারাবিয়া টিভির খবরে এ তথ্য জানানো হয়।

ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে প্রধান বন্দর হোদেইদাহে চলমান জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তিচুক্তির বিষয়টি আটকে রাখার জন্য ইরান–সমর্থিত হুতি আন্দোলনকে দায়ী করেছেন। তিনি বলেন, হুতিদের অস্ত্রগুলো আশপাশের দেশগুলোর জন্য হুমকি হয়ে আছে।

সৌদি নেতৃত্বাধীন জোট আব্দ-রাব্বু মানসুর হাদি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। ২০১৪ সালের শেষ দিকে হুতিরা হাদি সরকারকে সানার ক্ষমতা থেকে উৎখাত করে।