Thank you for trying Sticky AMP!!

তেহরানের প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ইরানের পতাকা।

ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দরে আজ শুক্রবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

ইস্পাহান শহরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর ইরানের ইস্পাহান শহরসহ কয়েকটি শহরের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল স্থগিত করে দেশটির কর্তৃপক্ষ।

সে সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ইস্পাহান, সিরাজ ও তেহরান শহরের ওপর দিয়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হলো।’

পরে অবশ্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তেহরানের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর দেয়। আর এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজের খবরে বলা হয়, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে খবরগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

ইরানের বার্তা সংস্থা ফারসের খবরে বলা হয়, কেন্দ্রীয় শহর ইস্পাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।

ইস্পাহান প্রদেশে ইরানের নাতাঞ্জসহ কয়েকটি পারমাণবিক স্থাপনার অবস্থান। নাতাঞ্জ হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু।

Also Read: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ফ্লাইট চলাচল শনাক্তকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, আজ শুক্রবার ভোরে উড়োজাহাজ সংস্থা এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের কয়েকটি ফ্লাইট ইরানের আকাশসীমা থেকে হঠাৎই অন্যদিকে মোড় নিয়েছে।