টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল পাকিস্তানি তরুণের

প্রতীকী ছবি
 এএনআই

টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা পেয়েছিলেন। জীবনও গেল টিকটকের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে। বলছি, পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা হামিদুল্লাহর কথা। গতকাল বুধবার টিকটকের জন্য ভিডিও বানাতে গিয়ে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেছে ১৯ বছর বয়সী এ তরুণের।

আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল তহশিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সেখানে বন্ধুকে নিয়ে ভিডিও বানাতে গিয়েছিলেন টিকটক তারকা হামিদুল্লাহ। আত্মহত্যা নিয়ে একটি ভিডিও বানাতে চেয়েছিলেন তিনি। এ জন্য কপালের পাশে পিস্তল তাক করেন হামিদুল্লাহ। অসাবধানতাবশত হাতে থাকা পিস্তল থেকে গুলি বেরিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।

এ বিষয়ে কাবাল পুলিশের ডিএসপি হজরত বাদশাহ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামিদুল্লাহর বাড়ি মাবান্দ শাহ দেওড়িতে। টিকটকে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

টিকটকের জন্য আত্মহত্যার একটি ভিডিও বানাতে গিয়ে তাঁর হাতে থাকা পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়। এতে মৃত্যু হয়েছে হামিদুল্লাহর। ঘটনার পরপরই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাবাল হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বন্ধুরা জানান, আত্মহত্যার একটি ভিডিও বানানোর জন্য একটি পিস্তল জোগাড় করেছিলেন হামিদুল্লাহ। তবে সেটিতে সত্যিকারের গুলি ছিল, সেটা তিনি জানতেন না। ভিডিও বানানোর জন্য বন্ধুকে নিয়ে পাশের একটি পাহাড়ে যান তিনি।

সেখানেই দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয়েছে। ওই ভিডিওর জন্য হামিদুল্লাহ আগেই বিয়োগান্ত সংগীতায়োজন করে রেখেছিলেন বলেও জানিয়েছেন তাঁর বন্ধু।