
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন অনেকেই। খোদ পাকিস্তানের ইমরানবিরোধী শিবিরের নেতারাও এই হামলার নিন্দা জানিয়েছেন। তবে ভারত এখনো সরাসরি কিছু বলেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, তাঁরা এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, অরিন্দম বাগচি বলেছেন, ‘সবেমাত্র ঘটনা ঘটেছে। আমরা গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি এবং পাকিস্তানের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে থাকব।’
তবে ইমরানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, রাজনীতিতে এই সহিংসতার কোনো স্থান নেই। ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, কোনো মত, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কারোর ওপর হামলা চালানো ভুল। সহিংসতা কোনো ধরনের প্রতিবাদের ভাষা হতে পারে না।
হামলার খবর শোনার পর প্রধানমন্ত্রী তাঁর সংবাদ সম্মেলন স্থগিত করেন। এ ছাড়া তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তে পাঞ্জাব সরকারকে সব ধরনের সাহায্য করার ঘোষণা দিয়েছেন তিনি।
ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। দ্রুত এই ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের নেতা নওয়াজ শরিফও।
হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতি দিয়ে ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেছে।
হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপটেন বাবর আজম ও সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।