করাচির ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের ভেতর নিজের জিনিসপত্র খুঁজছেন এক বাসিন্দা। ৫ জুলাই
করাচির ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের ভেতর নিজের জিনিসপত্র খুঁজছেন এক বাসিন্দা। ৫ জুলাই

পাকিস্তানে আবাসিক ভবন ধসে নিহত ২৭

পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে ভবনটি ধসে পড়ে।

পাকিস্তানের সরকারি উদ্ধার পরিষেবার মুখপাত্র হাসান খান বলেন, আজ রোববার সকাল পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের বেশির ভাগই সরিয়ে নেওয়া হয়েছে। আজ বিকেলের মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্তৃপক্ষ বলেছে, ভবনটি আগেই ঝূঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাড়ির মালিক ও কয়েকজন বাসিন্দা এএফপির কাছে দাবি করেন, তাঁরা এ ধরনের কোনো নোটিশ পাননি।

করাচির দারিদ্র্যপীড়িত এলাকা লিয়ারিতে ভবনটি ধসে পড়ে। আশপাশের বাসিন্দারা ধসে পড়ার বিকট শব্দ শুনতে পেয়েছিলেন বলে জানা গেছে।