Thank you for trying Sticky AMP!!

কলম্বিয়ায় হত্যার হুমকি পেল ১১ বছরের ভেরা

করোনাভাইরাস মহামারির মধ্যে শিশুশিক্ষায় আরও সুযোগ বাড়ানোর কথা বলে মৃত্যুর হুমকি পেয়েছে ১১ বছর বয়সী ফ্রান্সিসকো ভেরা।

ফ্রান্সিসকো ভেরা পরিবেশগত প্রচার এবং শিশুদের অধিকার রক্ষায় সোচ্চার। সে এসব বিষয় নিয়ে নিয়মিত টুইট করে। কলম্বিয়াতে ফ্রান্সিসকো খুবই পরিচিত। জাতিসংঘও ফ্রান্সিসকোকে তার সাহসী কাজের জন্য অভিনন্দন জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৫ জানুয়ারি ভেরা অনলাইনে অধ্যয়নরত শিশুদের ইন্টারনেট সংযোগের উন্নয়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। এরপরই একটি বেনামি টুইটার অ্যাকাউন্ট থেকে মৃত্যুর হুমকি পায় সে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ফ্রিন্সিসকো বলে, সে সমালোচনাকে স্বাগত জানায় তবে হিংস্র হুমকি গ্রহণযোগ্য নয়।

কলম্বিয়ায় মানবাধিকারকর্মী ও পরিবেশ নেতাদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। এরই মধ্যে ভেরাকে হুমকি দেওয়ার ঘটনায় কলম্বিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে।