
সিলেট শহরের টিলাগড় নিবাসী সাবেক ম্যাজিস্ট্রেট আফরোজ বক্ত ১২ অক্টোবর অপরাহ্ণে নিউইয়র্কের উডসাইডে আফজাল বক্তের বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন ১৩ অক্টোবর বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে আফরোজ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন মাওলানা ফায়াক উদ্দিন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন মাওলানা আবু জাফর বেগ। মরহুমের ছেলে আফজাল বক্ত ও জাভেদ বক্ত তাঁদের বাবার রুহের মাগফিরাতের জন্য সবার দোয়া কামনা করেন। আরও বক্তৃতা করেন মসজিদ কমিটির সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী।
মরহুমের জ্যেষ্ঠ ছেলে আশরাফ বক্ত বাংলাদেশে অবস্থান করছেন। পরদিন ১৪ অক্টোবর মরহুমকে নিউজার্সির টটোয়া কবরস্থানে দাফন করা হয়। মরহুম আফরোজ বক্ত সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের এক সময়ের জনপ্রিয় সহকারী প্রধান শিক্ষক টিলাগড় নিবাসী মরহুম সিকান্দর বক্তের জ্যেষ্ঠ ছেলে। আফরোজ বক্তের অনুজ মরহুম অ্যাডভোকেট মহসিন বক্ত সিলেট বারের সভাপতি ছিলেন। মরহুম আফরোজ নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানের ভাগনে।