
নিউইয়র্ক নগরের জ্যামাইকার আর্চার অ্যাভিনিউতে আর্চার কোম্পানির অধীনে নতুন অ্যাপার্টমেন্ট বসবাসের জন্য তৈরি হয়ে গেছে। মাধ্যম আয়ের মানুষের জন্য শতভাগ সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এসব অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে। জ্যামাইকাতে নতুন এই সাশ্রয়ী মূল্যের আবাসন কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যা ৮৯টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রকল্পটির আশপাশেই সব ধরনের ট্রানজিট সুবিধা রয়েছে।
গত সপ্তাহান্তে ফিতা কেটে নগরের নতুন ১৪ তলা কমপ্লেক্সের উদ্বোধন করেন জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আর্চার অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টগুলোত বছরে প্রায় ৩০ হাজার থেকে ৫৮ হাজার ডলার উপার্জনক্ষম পরিবারের ক্রয়ক্ষমতার মধ্যে গড়ে তোলা হয়েছে। নতুন বাসিন্দা আমন্ডা অ্যামব্রিজ বলেছেন, ‘আমি আমার আগের বাসায় অস্বস্তিকর জীবনযাপন ও ভাড়ার বোঝা কষ্টে জীবনযাপন করছিলাম।’ তবে এখন আর্চার অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া কম এবং অ্যাপার্টমেন্টও আরামদায়ক।
এ ধরনের উন্নয়ন কমিউনিটির মানুষের জন্য ভালো এবং বিশেষ করে বয়স্কদের জন্য স্বাধীনভাবে থাকতে সহায়তা করছে। স্টুডিও থেকে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট ইউনিটসহ ইতিমধ্যে ভবন নির্মাণ পুরো শেষ হয়েছে। এতে বাসিন্দাদের লন্ড্রি সুবিধা, বাইক স্টোরেজ রুম এবং একটি বিনোদনমূলক কক্ষসহ আধুনিক সুযোগ-সুবিধার অ্যাকসেস রয়েছে।
অ্যাসেম্বলিম্যান অ্যালিসিয়া হেন্ডম্যান বলেন, এই নগরে এখন মধ্যম আয়ের মানুষই সবচেয়ে বেশি বসবাস করে। তাদের জন্য এটি সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প। এমন প্রকল্প আমাদের আরও বেশি বেশি দরকার। আমাদের সংস্থার উদ্দেশ্য, কমিউনিটির মানুষ কিছুটা সঞ্চয় করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়ে উঠুক। এই অ্যাপার্টমেন্টের বাণিজ্যিক ব্যবহারের ৭ হাজার বর্গফুট জায়গাও রয়েছে।
আউফগ্যাং স্থপতির তৈরি নতুন আর্চার অ্যাভিনিউ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স জ্যামাইকায় নতনু করে প্রাণ ফিরিয়ে আনবে। কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ বলেন, ‘আর্চার অ্যাভিনিউ অ্যাপার্টমেন্ট আমাদের শহরের অন্যতম প্রাণবন্ত সম্প্রদায়ের জন্য নতু এক সংযোজন। মধ্যম আয়ের মানুষের জন্য তৈরি এই প্রকল্প জ্যামাইকা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আশপাশের এলাকার মানুষের সঙ্গে জ্যামাইকার যোগাযোগ বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কাউন্সিলম্যান ডোনভান রিচার্ডস জ্যামাইকা কমপ্লেক্সে মুগ্ধ হয়ে উল্লেখ করেন, জ্যামাইকার পুনরুজ্জীবনের সর্বশেষ মাইলফলক উদ্বোধন করতে আজ এখানে উপস্থিত হওয়া আমাদের জন্য দারুন একটা ব্যাপার।