ক্যাপিটল ভবনে হামলা

উল্টো তদন্ত কমিটির বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমিটি আইনবহির্ভূতভাবে তাঁর সম্পর্কিত হোয়াইট হাউসে সংরক্ষিত নথি চেয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন তিনি। গত সোমবার ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালতে এ মামলা করেন সাবেক এই প্রেসিডেন্ট।

গত ৬ জানুয়ারি হামলা চালিয়ে ক্যাপিটল ভবন তছনছ করেন ট্রাম্পের অনুসারীরা। অভিযোগ রয়েছে, ট্রাম্প তাঁর অনুসারীদের এ হামলা চালাতে উসকানি দেন। এ ঘটনায় কংগ্রেসের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

এই কমিটির হোয়াইট হাউসের নথি চাওয়াকে ‘নজিরবিহীন’ অভিহিত করেছেন ট্রাম্পের আইনজীবী জেসি বিনাল। তিনি মামলার অভিযোগে বলেছেন, হোয়াইট হাউসে সংরক্ষিত নথি চাওয়া তাদের (কমিটি) আওতার বাইরে এবং যেকোনো আইনসিদ্ধ উদ্দেশ্যে এর ব্যবহার অপ্রয়োজনীয়। কেননা, এসব নথি হোয়াইট হাউসের যোগাযোগসংক্রান্ত গোপনীয়তা নিশ্চিত করে।

তবে এ মামলার প্রতিক্রিয়ায় কমিটির সদস্য রিপাবলিকান লিজ চেনি এবং ডেমোক্র্যাট বেনি থম্পসন এক যৌথ বিবৃতিতে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তাঁদের তদন্তকাজে ‘বিলম্ব ও বিঘ্ন ঘটাতে’ তৎপরতা চালাচ্ছেন।

গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থও হন। তবে এতে সুবিধা করতে পারেননি।

এরপর ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে। ট্রাম্প তাঁর অনুসারীদের ক্যাপিটল ভবনে হামলা চালাতে উসকে দেন বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে উচ্চকক্ষ সিনেটে তিনি পার পেয়ে যান।