জাগরণী কালচারাল সোসাইটির দুর্গোৎসব উদ্যাপিত

জাগরণী কালচারাল সোসাইটি আয়োজিত দুর্গোৎসবে এবার ব্যাপক লোকসমাগম হয়
জাগরণী কালচারাল সোসাইটি আয়োজিত দুর্গোৎসবে এবার ব্যাপক লোকসমাগম হয়

নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে জাগরণী কালচারাল সোসাইটি ইনক-এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে। ৯-১১ অক্টোবর তিন দিনব্যাপী এ দুর্গোৎসব উদ্‌যাপিত হয় ৫৭১, দক্ষিণ পোমনা রোডে হিন্দু জৈন মন্দিরে। দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পূজার্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।

১১ অক্টোবর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জি বাংলার ‘সারেগামাপা’ খ্যাত সংগীত শিল্পী ঋষিতা সাহা।

উল্লেখ্য, জাগরণী কালচারাল সোসাইটির দুর্গোৎসব এবার দ্বাদশ বছরে পদার্পণ করেছে। এক যুগ পূর্তি উপলক্ষে ছিল এবার বিশেষ আয়োজন। এবারের উৎসবে ব্যাপকসংখ্যক মানুষ অংশগ্রহণ করে। শারদোৎসবে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান জাগরণী কালচারাল সোসাইটির কর্মকর্তারা।