
পায়রাগুলোর মাথায় টুপি। রাখালেরা যেমন টুপি পরে থাকে, টুপিগুলো ঠিক সে রকম। অনলাইনে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পায়রাগুলোর মাথায় আঠা দিয়ে লাগানো এসব টুপি।
এনডিটিভি অনলাইনে খবরে জানানো হয়, টুপি পরা পায়রা দেখে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন টুইটার ব্যবহারকারীরা। পশুপ্রেমীদের অনেকে আবার টুইটে পায়রাগুলোর টুপি খুলে দিতে বলেছেন।
সিএনএনের খবরে জানা গেছে, বন্য প্রাণী সংরক্ষণ সংস্থা লফটি হোপস যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাস এলাকা থেকে টুপি পরা একটি পায়রা উদ্ধার করেছে। ফাঁদ পেতে পায়রাটি ধরা হয়। পরে টুপিটি খুলে ফেলা হয়।
লফটি হোপের ফেসবুক পেজে একটি পায়রার মাথায় লাল টুপি দেখা গেছে। বিলি নামের পায়রাটি উদ্ধার করার পর টুপি খুলে দেওয়া হয়। এতে পায়রাটি যেন স্বস্তি পেয়েছে। বিলির সঙ্গে আরও কয়েকটি পায়রাকেও উদ্ধার করা হয়।
লফটি হোপসের সহপ্রতিষ্ঠাতা মারিয়া হিলম্যান সিএনএনকে বলেন, টুপি খোলায় পায়রাগুলো স্বস্তি বোধ করছে। এভাবে আরও কিছু পায়রা উদ্ধার করা হবে।