তিনবাংলার কলম্বাস ডে উদ্যাপন

পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচনের পর আয়োজক ও অতিথিরা
পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচনের পর আয়োজক ও অতিথিরা

নিউইয়র্কে কলম্বাস ডে উদ্‌যাপন করেছে তিনবাংলা। ১৪ অক্টোবর এই আয়োজনে ছিল আলোচনা, কবিতা পাঠ ও পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লীগ অব আমেরিকার সাবেক সম্পাদক ইমাদ চৌধুরী। অতিথি ছিলেন ভারতের পদ্যকার অভীক বসু। অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনবাংলার গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনবাংলা, আমেরিকার সভাপতি নার্গিস আহমেদ। সঞ্চালনা করেন তিনবাংলা সম্পাদক কবি রওশন হাসান। আলোচনা ও কবিতা পাঠে ছিলেন কবি মুহাম্মদ আলী বাবুল, শেলী জামান খান, সোমা বসু, কাজী সফিক, কাব্য বসু প্রমুখ।

সদ্য বিগত বিশ্ব শিশু দিবস নিয়েও ছিল বিশেষ পর্ব। অনুষ্ঠানে পাঁচটি শিশু সাহিত্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এসব বইয়ের লেখক শরীফ মাহবুবুল আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন এই পাঁচটি বই হলো—উম্মে হালমা, জলডুবি, ভয়ংকর জলদস্যু, রাঙামাটির জঙ্গলে, রুদ্র কিশোরের যুদ্ধ।

‘উম্মে হালমা’ বইটি রোহিঙ্গা শরণার্থী শিশুদের নিয়ে লেখা। উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যান্য বইগুলো মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে সম্পর্কিত। অচিরেই নিউইয়র্কে বইগুলোর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

তিনবাংলার আয়োজনে ভূরিভোজের ব্যবস্থা করেন সভাপতি নার্গিস আহমেদ। সম্পাদক রওশন হাসান সংযোজন করেন সুস্বাদু চিকেন। সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী সফিক খাওয়ান ফিরনি। অনুষ্ঠানে মারিয়া রিলকের কবিতা পড়ে শোনান কবি রওশন হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইমাদ চৌধুরী বলেন, তিনবাংলা আন্দোলনটি যথাযথ। প্রবাসীদের অধিকার ও স্বাতন্ত্র্য এতে মূল্যায়িত হয়েছে। দুইবাংলা স্লোগান এখন তিনবাংলা হয়েছে প্রবাসীদের স্বার্থেই। প্রবাসীদের আত্ম চিত্র ও অধিকার আবিষ্কারে তিনবাংলাও আরেক কলম্বাস।

সভাপতি নার্গিস আহমেদ বলেন, তিনবাংলা অরাজনৈতিক সংস্কৃতিপ্রধান সংগঠন। বাংলাদেশ-ভারত ও প্রবাসে বাঙালির সেতুবন্ধ গড়ে চলেছে। আমরা প্রবাসীরা তিনবাংলার ছায়াতলে আপন অস্তিত্ব খুঁজে পেয়েছি।

অর্থনীতিতে এবার নোবেল পেয়েছেন আরেক প্রবাসী বাঙালি। সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে তিনবাংলার পক্ষ থেকে অভিনন্দন জানান কবি সালেম সুলেরী।