যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’-এর সেরা পাঁচে স্থান করে নিয়েছে বাংলাদেশের দুটি প্রকল্প। পিপলস চয়েস বিভাগে স্থান পাওয়া প্রকল্পগুলো হলো—আত্ম-উন্মেষ (ATTO-UNMESH) ও টিম ইংলাইটাস (TEAM ENGLITAS)।
প্রাথমিক অনলাইন ভোটপর্বে বাংলাদেশের তিনটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত ভোটপর্বে বাংলাদেশের পাশাপাশি কসোভো, ভারত ও সাইপ্রাসের প্রকল্প রয়েছে। বাংলাদেশের প্রকল্পগুলোকে ভোট দিতে https:// 2017. spaceappschallenge. org/auth/signup ঠিকানায় প্রবেশ করে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর https:// 2017. spaceappschallenge. org/vote ঠিকানায় প্রকল্প নির্বাচন করে আলাদাভাবে ভোট দিতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে দিনে একবার ভোট দেওয়া যাবে। ৫ জুন পর্যন্ত প্রতিদিনই ভোট দেওয়ার সুযোগ মিলবে। এ বিষয়ে বাংলাদেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ আঞ্চলিক পর্বের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান আরিফুল হাসান অপু জানান, অনলাইন ভোটের জন্য নির্বাচিত পাঁচটি প্রকল্প থেকে একটিকে বিজয়ী ঘোষণা করা হবে। বাংলাদেশকে বিজয়ী করতে দুটি দলকেই ভোট দেওয়া উচিত। ও বেশি ভোট দেওয়ার নতুন নতুন ই-মেইল অ্যাকাউন্ট খোলা যাবে না।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আঞ্চলিক পর্বে মোট ১১টি প্রকল্প চূড়ান্ত পর্বের জন্য মনোনয়ন পেয়েছে। পিপলস চয়েস বিভাগে থাকা প্রকল্পগুলো অনলাইন ভোটে বিজয়ী হলেও বাকি প্রকল্পগুলো সরাসরি বিচারকেরা পর্যালোচনা করবেন।