প্রতিবাদ নয়, এখন পরিবর্তনের সময়

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স

নিউইয়র্কে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের উদ্দেশ করে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, পুলিশের সহিংস আচরণ ও নিষ্ঠুরতার অভিযোগ এ সমাজ শুনেছে। তাই আর প্রতিবাদ নয়, এখন পরিবর্তনের সময়।

নিউইয়র্কে ১২ জুন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো যুগান্তকারী পুলিশ সংস্কার আইনে স্বাক্ষর করেছেন। এ আইনে রাজ্যের স্থানীয় সরকার ও সংস্থাগুলোকে জনবান্ধব পুলিশ আইন প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর পরদিন ১৩ জুন বিক্ষোভকারীদের উদ্দেশে গভর্নর বলেছেন, ‘এখন আর প্রতিবাদের প্রয়োজন নেই। আপনারা বিজয়ী হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘পুলিশের সংস্কার নিয়ে এখন দ্বিতীয় ধাপে যেতে হবে। স্থানীয়ভাবে সব মহলের মতামত নিয়ে পুলিশের ব্যবস্থাটা কেমন হবে, তা নির্ধারণ করার সময় এখন। প্রতিবাদের খাতিরেই এখন আর প্রতিবাদ নয়। প্রতিবাদ হোক পরিবর্তনের জন্য। পরিবর্তনটা আসে আইন প্রণয়নের মাধ্যমেই।’

গত ২৫ মে মেনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর টানা তৃতীয় সপ্তাহেও আমেরিকাজুড়ে বিক্ষোভ সমাবেশ চলছে। বিক্ষোভ সমাবেশে উপস্থিতি কিছুটা কমে এলেও ১৩ জুন নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে টানা তৃতীয় সপ্তাহেও আমেরিকাজুড়ে বিক্ষোভ সমাবেশ চলছে। ১৩ জুন নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স

এদিকে ১২ জুন রাতে আটলান্টায় আবারও পুলিশের গুলিতে রিশার্ড ব্রুকস নামের ২৭ বছর বয়সী একজন কৃষ্ণাঙ্গ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আটলান্টার পুলিশপ্রধানকে পরদিন পদ থেকে সরে যেতে হয়েছে। ব্রুকস মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। পরে পুলিশের ছোড়া গুলিতে আহত ব্রুকসকে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। চলমান আন্দোলনের সময়ে আরেকজন কৃষ্ণাঙ্গের এমন মৃত্যুর ঘটনায় বিক্ষোভ আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যেই আটলান্টা নগরীর পুলিশপ্রধানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।