Thank you for trying Sticky AMP!!

বঙ্গবীর ওসমানীর জন্ম-জয়ন্তীর উদ্বোধন

ওসমানীর জন্মজয়ন্তীর অনুষ্ঠান কথা বলছেন সালেম সুলেরী

নিউইয়র্কে উদ্‌যাপিত হলো বঙ্গবীর ওসমানীর ১০১তম জন্ম-জয়ন্তী। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ৮ সেপ্টেম্বর বঙ্গবীর এম এ জি হয়।
প্রতি বছরের মতো স্বদেশ ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধনী অতিথি ছিলেন কবি-কথাকার সালেম সুলেরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আব্দুল মুকিত চৌধুরী ও আব্দুল বাতেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি-শিক্ষক অবিনাশ আচার্য। সংগঠনের সম্পাদক ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা-লেখক-সংস্কৃতিসেবীসহ অনেকে অংশ নেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন তিনবাংলার গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী। তিনি বলেন, সাংবাদিক জীবনে বঙ্গবীর ওসমানীর সাক্ষাৎকার নিয়েছিলাম। উনি চেয়েছিলেন গণতান্ত্রিক স্বনির্ভর বাংলাদেশের বিকাশ। সেটি নিশ্চিত করতে পারলেই তাঁর আত্মা প্রশান্তি পাবে। প্রবাসে মুক্তিযুদ্ধ জাদুঘর এখনো প্রতিষ্ঠিত হয়নি। বঙ্গবীর ওসমানীর নামেই প্রতিষ্ঠিত হোক সেই যুদ্ধস্মৃতি জাদুঘর। সবশেষে বঙ্গবীর ওসমানীর প্রতি নিবেদিত নিজের লেখা কবিতা দিয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন—