
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে আলোচনা সভা করেছে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ। ১২ অক্টোবর সন্ধ্যায় ব্রিজপোর্টের একটি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা নাজিম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল মোমিত, মোয়াজ্জিম হোসেন, চান মো. তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এলজার মাইকেল শাহ, দপ্তর সম্পাদক এম এ আজিজ, অভিবাসনবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম, ফকির আহমদ সিদ্দিকী, সুমন আহমেদ, সওকত হোসেন, আব্দুল ওয়াহিদ, শাহ রায়হান, সাহাবুদ্দিন, বদরুল হোসেন আহমেদ, জসিম উদ্দিন, এ কে এম মেজবাহ, এ বি সিদ্দিকী, হোসেন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ সময়োপযোগী। তাই এই অভিযান সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে। মাঠপর্যায়ে সরকারদলীয় উচ্ছৃঙ্খল কিছু প্রভাবশালী নেতা-কর্মী প্রশাসনে থাকা দুর্নীতিবাজদের যোগসাজশে দুর্নীতি করছে, যা উন্নয়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ১৬ কোটি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব আগাছা পরিষ্কারে অভিযান শুরু করেছেন। এ অভিযান জনগণ কর্তৃক অভিনন্দিত হয়েছে। সবার উচিত এই অভিযানকে সফল করতে সহায়তা করা।
সভাপতি জেহাদুল হক ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী সমাবেশে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।