
নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সন্ধ্যায় ব্রঙ্কসের নীরব পার্টি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. হারুন ভূঁইয়া, উপদেষ্টা মো. খলিলুর রহমান, বখতিয়ার রহমান, এ ইসলাম মামুন, মীর এস আলী, রুহুল আমিন, সহসভাপতি মো. মমিনুল ইসলাম, মো. কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, শাহ মনজুরুল হক, ফয়সাল আহমেদ, মমিনুল হক, আনোয়ার হোসেন, লিয়াকত আলী খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট রফিকুল ইসলাম, খবির উদ্দিন ভূঁইয়া, জুঁই ইসলাম, লিপি প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রচার সম্পাদক সোনার বলাই।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বাংলা ক্লাবের আত্মপ্রকাশ ঘটে। সবাইকে নিয়ে একটি দিন নির্মল আনন্দে কাটবে এ প্রত্যাশায় এই আয়োজন কারা হয়েছে। এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মনিকা দাস, খলিলুর রহমান, হেলালসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও বাংলা ক্লাব ইউএসএর সদস্যরা সপরিবারে অংশ নেন।