Thank you for trying Sticky AMP!!

আন্তর্জাতিক এইডস কনফারেন্সের সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মেলিন্ডা গেটস। পাশে বিল গেটস। ছবিটি ২০০৬ সালের ১৩ আগস্টের।

বিল-মেলিন্ডার যাপিত জীবন

২৭ বছর। সময়টা কম নয়। এতগুলো বছর একে অন্যের হাতে হাত রেখে কাটিয়েছিলেন জীবন। হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম ধনী। বিল ও মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। দুজনেই ছিলেন কর্মব্যস্ত। তাঁদের কর্মক্ষেত্রও ছিল এক। দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে দুজনে অংশও নিয়েছেন একসঙ্গে। তাঁদের তিন সন্তান রয়েছে। ছবিতে বিল-মেলিন্ডার যাপিত জীবনের একঝলক।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশনের এক সংবাদ সম্মেলনে বিল গেটস ও মেলিন্ডা গেটস।
আন্তর্জাতিক এইডস কনফারেন্সের সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মেলিন্ডা গেটস। পাশে বিল গেটস। ছবিটি ২০০৬ সালের ১৩ আগস্টের।
বেইজিংয়ে অলিম্পিক গেমস উপভোগ করছেন দুজন। ছবিটি ২০০৮ সালের ১০ আগস্টের।
ব্রাসেলসে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসের বিতর্ক অনুষ্ঠানে দুজন। ২২ জানুয়ারি, ২০১৫।
প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বক্তব্য শোনার একফাঁকে। ২০১৭ সালের ২১ এপ্রিল ছবিটি তোলা।
সান ভ্যালিতে অ্যালেন অ্যান্ড কো–মিডিয়া কনফারেন্সে ২০১৪ সালের ১০ জুলাই অংশ নিয়েছিলেন বিল-মেলিন্ডা। সেখানেই একসঙ্গে হাঁটছেন দুজন।
নিউইয়র্কে সাক্ষাৎকার দিচ্ছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আর্থিক সহায়তা দিয়েছে। ছবিটি ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারিতে তোলা।
অ্যালেন অ্যান্ড কোম্পানি সান ভ্যালি কনফারেন্সে ২০১৫ সালের ১১ জুলাই অংশ নেন বিল গেটস ও মেলিন্ডা গেটস।
ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দুজন। ছবিটি ২০১৪ সালের ১৪ জুনের।
নিউইয়র্ক সিটির হান্টার কলেজে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস প্যানেলের আলোচনায় দুজন। ছবিটি ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারির।
ক্যালিফোর্নিয়ায় টেনিস খেলা দেখছেন দুজন।
প্যারিসে এলসি প্যালেসে কমান্ডারস অব দ্য লিজন অব অনার পুরস্কার পাওয়ার পরে দুজন।
তিন সন্তানের সঙ্গে বিল গেটস ও মেলিন্ডা গেটস।