সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের খাদ্য বিতরণ

অ্যাস্টোরিয়ায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন
অ্যাস্টোরিয়ায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন

সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিম্নবিত্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার বাংলাদেশি অধ্যুষিত ৩৬ অ্যাভিনিউ এলাকার নিম্ন আয়ের পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মুকুল হক, সাধারণ সম্পাদক দরুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ, প্রচার সম্পাদক রাজীব খান প্রমুখ। এ সময় উপস্থিত এলাকাবাসী করোনাকালে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সংগঠনটিকে কৃতজ্ঞতা জানান।